সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্রগ্রাম বিভাগ / মহাসড়কে নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া আইনশৃংঙ্খলা বাহিনীর বিশেষ টহল

মহাসড়কে নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া আইনশৃংঙ্খলা বাহিনীর বিশেষ টহল

শফিকুল হক শাকিল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কুমিল্লা- সিলেট ও ঢাকা -সিলেট মহাসড়কে যানবাহনের নিরাপত্তা এবং চালকদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে জেলা প্রশাসক মো: শাহগীর আলমের নেতৃত্বে বিশেষ টহল দিয়েছে।

বুধবার (০১ নভেম্বর) সকাল থেকে দুুপুর পর্যন্ত ওই দুই মহাসড়কে গাড়ি বহর নিয়ে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা বিশেষ টহল দেয়।

এ সময় জেলা পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন, সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ আরমান আরিফ, জেলা সিভিল সার্জন ডা: মো: একরাম উল্লাহ্, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই জেলা উপ-পরাচালক মো: কামরুজ্জামান, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার উদ্দিন ছাড়া বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা ছিলেন।

টহল শেষে জেলা প্রশাসক মো: শাহগীর আলম বলেন, অবরোধের শুরু থেকে আমরা সবাই মিলে মাঠে কাজ করছি। এই পর্যন্ত কোন ধরনের ঘটনা ঘটে নি। আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তথাকথিত অবরোধ থাকলেও সড়কে কিন্তু যানচলাচল করছে। দূর পাল্লার যানবাহন কম চললেও সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...