সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / আমাদের নিয়ে কে কী বলছে দেখার সময় নেই : লিটন

আমাদের নিয়ে কে কী বলছে দেখার সময় নেই : লিটন

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে সবার আগেই। এবারের আসরে নিজেদের পারফরম্যান্সকে সবচেয়ে বাজে ‘আখ্যা’ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। টিম টাইগার্সের ভরাডুবি নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক। তবে এসব সমালোচনা তেমন একটা পাত্তা দিচ্ছেন না টাইগার ওপেনার লিটন দাস।

কলকাতার ইডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে শোচনীয় হারে আসর থেকে প্রায় ছিটকে গিয়েছিল বাংলাদেশ। শেষমেশ গতকাল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় হারে বিদায় নিশ্চিত হয়।

ম্যাচশেষে নিজেদের ভাগ্যকেই দুষলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলেন, ‘আমাদের ভাগ্যটাই কাজ করছে না। আমরা চেষ্টা করছি। সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। দিনশেষে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস দেখেন অনেকসময় লাক ফেভার করছে না।’

‘আমরা ব্যাটাররা যেখানে খেলছি, সেখানে হাতে চলে যাচ্ছে বল। ক্যাচ হচ্ছে অথবা ফিল্ডিং করছে। বোলিং যখন করছি কিছু না কিছু হচ্ছে। এরকম তো কখনোই হয়নি, বিগত তিন বছর ধরে আমরা ওয়ানডে খেলছি। কিন্তু আমার মনে হয় লাকটা একটু কম কাজ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার কামব্যাক করবে। ’-আরও যোগ করেন মিরাজ।

এদিকে, ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে উইকেটকিপার ব্যাটার লিটন দাস বলেন, ‘মিডিয়া কী বলছে সেটি দেখার মতো সময় নেই আমাদের। আমরা আশা করবো যেন সবাই আমাদের সাপোর্ট করে। কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই। আমরা চাই সবাই সাপোর্ট করবেন, এটা নতুন কিছু না। ব্যর্থতা আসবে সফলতাও আসবে। আপনারা এতদিন সাপোর্ট করে আসছেন দর্শক হিসেবে। আপনাদের জন্যই আমরা ক্রিকেটটাকে এত উপভোগ করি। বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে। আশা করি এরপরেও সাপোর্ট করবেন।’

লিটন আরও বলেন, ‘সামনের যে দুটি ম্যাচ আছে সেগুলোতে অনেক চ্যালেঞ্জ হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আজ যদি প্রথম বলে আউট হয়ে যাই, তাহলে পরের ম্যাচে সুযোগ আসবে কীভাবে ভালো করা যায়। সবার জন্যই এটা প্রযোজ্য। আপনি ব্যর্থ হবেন, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটিই ভাববেন। আমি চেষ্টা করবো দলীয়ভাবে যেন ভালো খেলতে পারি।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...