সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / বিএনপির ডাকা হরতালকে লালমনিরহাটে এক শ্রমিকলীগ নেতার মৃত্যু

বিএনপির ডাকা হরতালকে লালমনিরহাটে এক শ্রমিকলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : সারা দেশে বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে লালমনিরহাটে হরতাল চলকালে শ্রমিকলীগ নেতার মৃত্যু হয়েছে।

সকালে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর বাজারে হরতালকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি অবস্থান নেওয়ায় সময় মারামারি শুরু হলে বেশ কিছুজন আহত হয়। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাটিয়ে দেন।

সেখানে গোকুন্ডা ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও মহেন্দ্রনগর ইউনিয়নের লোড আনলোড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী(৪০) মারা যায়। জাহাঙ্গীর লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের বেড়ভাঙ্গা গ্রামের আজিজার রহমান এর ছেলে।মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের খলিলুর রহমানকে ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু রহমান (৩৮) ও বাবলু নামের এক এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, সকাল সারে ১০ ঘটিকায় দিকে মহেন্দ্রনগর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মাধে দেশিও অস্ত্রের মহড়ার সময় বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে।

অরদিকে আদিতমারীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে বিএনপি অফিস ভাংচুর ও মিশন মোড়ে ছাত্র লীগের মিছিল শেষে বিএনপির বিভিন্ন ছবি ভাংচুর করে।

বিকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে আনলোড শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলীর মৃত্যুতে আওয়ামী লীগ বিক্ষোভ প্রতিবাদ ও মিছিল করেছেন।

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন বিএনপির ডাকা হরতালের কারণে বেশ কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সবকিছু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ  ও গাছের চারা বিতরণ

মিঠাপুকুর প্রতিনিধি :   “শান্তি শৃঙখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা”-এই প্রতিপাদ্য বিষয়কে ...