সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / সেতুর পিলারে ধাক্কা, ১৮৭ মণ ধানসহ ডুবে গেল নৌকা

সেতুর পিলারে ধাক্কা, ১৮৭ মণ ধানসহ ডুবে গেল নৌকা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে রাবার ড্রাম সেতুর পিলারে ধাক্কা লেগে ১৮৭ মণ ধানসহ একটি নৌকা পানিতে তলিয়ে গেছে। সোমবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর জিঞ্জিরাম নদীর রাবার ড্রাম সেতুতে এ ঘটনা ঘটে। পরে ডুবে যাওয়ার ভিডিও ফেসবুক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান ব্যবসায়ী নুর ইসলাম আলগার চর গ্রাম থেকে ১৮৭ মন ধান কিনে নৌকায় করে সায়দাবাদ ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে খেওয়ার চর নামক এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর রাবার ড্রাম সেতুর পিলারে নৌকাটির ধাক্কা লাগে। এ সময় পানির তীব্র স্রোতের কারণে ধানভর্তি নৌকাটির মাঝখানে ভেঙ্গে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা মাত্র ৪ মণ ধান উদ্ধার করতে সক্ষম হন। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্ত ধান ব্যবসায়ী নুর ইসলাম বলেন, ধার দেনা করে এই ব্যবসা করে পরিবার চলতো। আমি একেবারে পথে বসে গেলাম। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, গতকাল ধান ভর্তি একটি নৌকা সেতুর পিলারে ধাক্কা লেগে নদীতে ডুবে গেছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...