সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে প্রাণ গেল চালকের

মুন্সিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার ভাটেরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় লরির চালক নিহত হয়েছেন। এই ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রায় ২ ঘণ্টা ঢাকামুখী যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কে উল্টে যায়। সেই লরির নিচে চাপা পড়ে চালক মোহাম্মদ মানিক (২৭) নিহত হন। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে মানিককে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশের পরিদর্শক এসএম রাশেদুজ্জামান বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ভাটেরচর এলাকায় ঢাকামুখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, এদিকে ঢাকামুখী যানবাহন চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ক্রেন নিয়ে আসা হয়েছে আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...