সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / দলকে টেনে তোলার চেষ্টায় শামীম

দলকে টেনে তোলার চেষ্টায় শামীম

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯.২ ওভারে ২০৭/৫ রান আর দ্বিতীয় ম্যাচে ১৭ ওভারে ২০২/৩ রান করে বাংলাদেশ দল।

প্রথম দুই ম্যাচে দুইশতাধিক রান করায় আজ প্রত্যাশা ছিল আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ম্যাচে টি-টোয়েন্টিতে ২১৫ রানের রেকর্ড ছাড়িয়ে যাবে টাইগাররা।

কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। ৯.৩ ওভারে ৬১ রানে ৭ উইকেট পতনের পর একশ পার হবে কিনা সেই শঙ্কা ছিল।

তবে শামীম পাটোয়ারির ব্যাটে সেই শঙ্কা কাটিয়ে একশ পার করে বাংলাদেশ। তিনি দলকে গর্ত থেকে টেনে তুলেন।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। আগে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা।

৯.৩ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৬১ রান জমা করতেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

১.১ ওভারে দলীয় ৯ রানে  ফিওন হ্যান্ডের অফ স্টাম্পের বেশ বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলে দেন ওপেনার লিটন দাস। তিনি ৪ বলে ৫ রানে ফেরেন।

হ্যারি টেক্টরের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেওয়ার আগে ৮ বলে ৪ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত।

৩.৫ ওভারে দলীয় ২৪ রানে কার্টিস ক্যাম্ফারের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রনি তালুকদার। তিনি ১০ বলে ১৪ রানে ফেরেন।

মার্ক এডেয়ারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ তুলে দেন অধিনায়ক সাকিব।

সাকিব আউট হওয়ার পর শূন্য রানের ব্যবধানে ফেরেন তাওহিদ হৃদয়ও। তিনি বেন হোয়াইটের বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন।

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন এই ম্যাচে অভিষেক হওয়া রিশাদ হোসেন। ম্যাথু হামফ্রিসের বলে আড়াআড়ি শট খেলতে গিয়ে বোল্ড হন লেগ স্পিনার রিশাদ। রিশাদকে আউটকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পান হামফ্রিস।

৯.৩ ওভারে দলীয় ৬১ রানে ম্যাথু হামফ্রিসের শিকার হন তাসকিন আহমেদ। স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তারকা পেসার।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...