সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / রমজানে বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে ব্যবসায়িদের সাথে পুলিশের সভা ।

রমজানে বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে ব্যবসায়িদের সাথে পুলিশের সভা ।

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে আসন্ন রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে ব্যবসায়ি নেতাদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২২ মার্চ  বুধবার ঠাকুরগাঁও সদর থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
 ঠাকুরগাঁও সদর থানার আয়োজনে সভায় বক্তব্য দেন সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো: হাবিবুল ইসলাম বাবলু, জেলা ব্যবসায়ি কল্যাণ সোসাটির সভাপতি মো: ফরিদুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, হোটেল রোস্তেরা মালিক সমিতির সভাপতি অতুল কুমার রায়, সাধারণ সম্পাদক বখতিয়ার উজ্জ্বল, রোজ হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক আবুল কাশেম, গোওসিয়া হোটেলের মালিক মো: ওয়াসিম, অটো রাইসমিল ও চউলকল মালিক সমিতির পক্ষে মো: রাজু প্রমুখ।  সভায়  ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রমজানের পবিত্রতা রক্ষা, খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধি বন্ধ, বিভিন্ন হোটেল রেস্তোরায় মানসম্মত খাবার পরিবেশন করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়। বিভিন্ন হোটেল রেস্তোরায় অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে খাবার তৈরী ও বিক্রি রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়িদের সাথে আলোচনা করার আহবান জানানো হয় সভায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ  ও গাছের চারা বিতরণ

মিঠাপুকুর প্রতিনিধি :   “শান্তি শৃঙখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা”-এই প্রতিপাদ্য বিষয়কে ...