সর্বশেষ সংবাদ
Home / প্রবাস / দেশবাসীর কাছে দোয়া চাইলেন আরাভ খান

দেশবাসীর কাছে দোয়া চাইলেন আরাভ খান

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বলে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে দেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এদিন সন্ধ্যার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, আরাভের গ্রেপ্তারের খবর সত্য নয়। তিনি দুবাইয়ে এখনো আটক হননি।সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই যুবক মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে আরাভ খান নামের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

বিপদে আছেন জানিয়ে আরাভ খান লিখেছেন- ‘প্রিয় দেশবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সহায় হন।’

গত ১৫ মার্চ আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, নায়িকা দীঘি এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপরই আরাভ খানের বিষয়টি তুমুল আলোচনায় আসে। জানা যায়, আরাভ খান ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার অন্যতম আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম। পুলিশ মামলার আসামি হওয়ার পর পালিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে বস্তিতে থেকে ভারতীয় পাসপোর্টে ‍দুবাই চলে যান। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ বাংলাদেশি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত দুই বাংলাদেশি শ্রমিকের পরিচয় ...