সর্বশেষ সংবাদ
Home / সাহিত্য / বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস

গোপালগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলের ছায়া সুনিবিড় ছোট্ট একটি গ্রামের নাম  টুঙ্গীপাড়া। গ্রামটির কোল বেয়ে বয়ে যাওয়া মধুমতী নদী। এই গ্রামেই ১৯২০-র ১৭ মার্চ জন্মেছিল এক শিশু। ছোটবেলায় বাবা-মা আদর করে তাকে ডাকতেন খোকা বলে। ছোট্ট গ্রামের এ ছোট্ট খোকা একদিন হলেন বাঙালির বড় নেতা শেখ মুজিবুর রহমান। অবশ্য নামটি রেখেছিলেন তাঁর মাতামহ। আর শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু; এবং সব শেষে জাতির জনক—স্বাধীন বাংলাদেশের স্থপতি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“ব্যর্থ পুরুষ”

ডাঃ বাসুদেব পোদ্দার গাড়ি বাড়ি অর্থ করি নেই বলে আজ ব্যর্থ পুরুষ, ...