সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / নওগাঁয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠান জরিমানা

নওগাঁয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠান জরিমানা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ আজ বুধবার ১৫ মার্চ, ২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার সুপারি পট্রি ও পুরাতন ঔষধ পট্রি এলাকায় খেজুর ও ঔষধের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮,০০০/-(আট হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহয়তা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক। জেলা পুলিশ লাইনসের একটি চৌকষ টিম এ সময় সার্বিক নিরাপত্তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সুদের চাপ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা

  মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সুদের টাকার চাপ সইতে না পেরে দিনাজপুরের ...