সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল পদে নিয়োগে ভুয়া এ্যাডমিট কার্ড দেওয়ায় আটক -৩

সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল পদে নিয়োগে ভুয়া এ্যাডমিট কার্ড দেওয়ায় আটক -৩

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে ৫শ টাকায় ভুয়া এ্যাডমিট কার্ড দেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কান্দাপাড়ার মৃত হজরত আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার মণ্ডল, আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে আতাউর রহমান ও মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বী।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা এ্যাডমিট কার্ডের ওপরের সিল স্ক্যানারের মাধ্যমে ছবি তুলে তা দিয়ে পুনরায় এ্যাডমিট কার্ড তৈরি করে ৫০০ টাকার বিনিময়ে নিয়োগ প্রত্যাশীদের কাছে সরবরাহ করছিলেন। পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টে বাছাই করার সময় বিষয়টি ধরা পড়ে।

পরে পুলিশ লাইন্স স্কুল মাঠ এলাকায় অবস্থিত মণ্ডল টেলিকম থেকে প্রতারক চক্রের ওই তিনজনকে আটক করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে আদালত চত্বরে হিরো আলমকে কান ধরে ওঠবস, মারধর

  স্টাফ রিপোর্টার: তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ...