সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / খানসামায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

খানসামায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।

শুক্রবার (৫ আগস্ট) সকালে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

এরপর সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ আরো অনেকে।

দিবসটি উপলক্ষে মাসব্যাপী সকল সরকারি দপ্তরে দৃষ্টিনন্দন ব্যানার টানানো হয়। এছাড়া সকল মসজিদে জুম্মার নামাজের পর শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...