সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / আগস্টজুড়ে শোক কর্মসূচি যুবলীগের

আগস্টজুড়ে শোক কর্মসূচি যুবলীগের

আগস্টজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হওয়া মাসব্যাপী কর্মসূচি শেষ হবে আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু ভবনের সামনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শপথ বাক্য পাঠ করাবেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় ৬নং গ্যালারিতে সকাল ১০টায় মাসব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

৫ আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিবস পালন। সকাল ৮টায় শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য ও ফাতেহা পাঠ এবং সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা।

৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা।

৯ আগস্ট ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আলোচনা সভা।

১১ আগস্ট ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আলোচনা সভা।

১৩ আগস্ট সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভা।

১৫ আগস্ট সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। সকাল ৬টা ৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। সকাল ৭টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতেহা পাঠ। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতেহা পাঠ। বেলা ১টায় ঢাকাসহ সারাদেশে দুস্থদের মাঝে খাবার বিতরণ।

১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা।

১৮ আগস্ট সকাল ১০টায় কৃষিবিদ মিলনায়তনে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস স্মরণে এবং গ্রেনেড হামলার বিচার ত্বরান্বিত করার দাবিতে আলোচনা সভা।

২১ আগস্ট বিকেল ৪টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে যোগদান এবং শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন।

২৪ আগস্ট সকাল ৮টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে নারী নেত্রী আইভি রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ।

৩১ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় ৬নং গ্যালারিতে মাসব্যাপী ঘোষিত কর্মসূচিসমূহের সমাপনী অনুষ্ঠান।

যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন ‘১৫ আগস্ট’। এ দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সম্পদ, আমাদের মহান শিক্ষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

ঘাতকরা সেদিন শুধু জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, ওদের নির্মম বুলেট আমাদের মাঝ থেকে কেড়ে নেয় জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু তনয় শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি, বঙ্গবন্ধু মন্ত্রিসভার অন্যতম সদস্য কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাত, কর্নেল জামিলসহ অনেককে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাহাড়ে শান্তি ফেরাতে নতুনধারার আহবান

স্টাফ রিপোর্টার: পাহাড়ে চলমান আন্দোলনকে ঘিরে একের পর অনাকাঙ্খিত ঘটনায় উদ্বেগ প্রকাশ ...