সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / নিয়ামতপুরে ঘুঘুডাঙ্গায় ভ্রমনপিপাসুদের উপচেপড়া ভিড়     ।। 

নিয়ামতপুরে ঘুঘুডাঙ্গায় ভ্রমনপিপাসুদের উপচেপড়া ভিড়     ।। 

 নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিনোদনপ্রেমীরা স্বপরিবারে আনন্দ উপভোগ করতে যেন মেতে উঠেছে। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় উল্লেখযোগ্য বিনোদনকেন্দ্রের সুযোগ না থাকায় ঈদের বাড়তি আনন্দের জন্য ভ্রমণপিপাসুদের দখলে ছিল রাস্তার দুপাশে সারি সারি তালগাছ সমৃদ্ধ দৃষ্টিনন্দন ঘুঘুডাঙ্গা।
এছাড়াও উপজেলায় বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ছাতড়া বিল, বেলগাপুর প্রাচীন বটবৃক্ষ, বরেন্দ্র গার্ডেন শিশু পার্ক সহ শিবনদীর উপর অবস্থিত কালামারা ব্রিজ। ঈদের তৃতীয় দিন দেখা গেছে প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য ভ্রমনপিপাসু মানুষ ভিড় জমাচ্ছেন ঘুঘুডাঙ্গা তালতলী ও ছাতড়া বিলের উপর নির্মিত ব্রিজে। বিশেষ করে শিশু, কিশোর, কিশোরী ও তরুণ-তরুণীসহ নানা বসয়ী লোকজন ছুটে আসে প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে।
সরেজমিনে দেখা যায়, ঘুঘুডাঙ্গায় ভ্রমণপিপাসু বিনোদপ্রেমী সকল বয়সী সকল ধর্মের লোকজনের মিলনমেলায় পরিণত হয়েছে। ঈদের তৃতীয় দিনেও সকল আনন্দ যেন এখানেই। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহা উপলক্ষ্যে সেখানে বসেছে বিভিন্ন ধরনের দোকানপাটের পসরা। তবে পর্যটনের আনুষঙ্গিক সুবিধাগুলো না থাকা সত্ত্বেও আনন্দ উপভোগের কমতি ছিল না আগত ভ্রমণপিপাসুদের।
বিশেষ দিনে এ স্থানে হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা সৌন্দর্য্য উপভোগ করতে আসেন। ঘুঘুডাঙ্গায় প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে আসা মাসিদুল ইসলাম,আহসান হাবীব, তামান্না খাতুন, সাথী আক্তার বলেন, গত বছর ঈদে আমরা এখানে ঘুরতে এসেছিলাম। আজও আমরা এখানে এসে খুবই আনন্দ উপভোগ করছি। এখানে খাবারের ভালো দোকান নাই। তবে এখানে একটি পাবলিক টয়লেট খুবই দরকার। বিশেষ করে মেয়েদের জন্য।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...