সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্রগ্রাম বিভাগ / লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা বাড়াতে হবে -শিক্ষা উপমন্ত্রী 

লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা বাড়াতে হবে -শিক্ষা উপমন্ত্রী 

মোঃআমান উল্লাহ: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ব্যক্তি জীবনে নৈতিক শিক্ষা চর্চা জরুরি। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেকদূর এগিয়েছে দেশ। জনগণের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়ে উদ্বোধনের অপেক্ষায়। দেশের সর্বস্তরে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

গতকাল বুধবার (১৫ জুন) দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে  সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা অনেকে কোরআন পড়ি। খতম দিই। কিন্তু আরবি ভাষা জানি না-বুঝি না। আরবি, ইংরেজি, বাংলা জানলে পৃথিবীর সব জায়গায় কর্ম মিলবে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক কাজ জানা থাকা দরকার। কারিগরি দক্ষতা বাড়াতে হবে। কীভাবে গবাদিপশু লালন-পালন করা হয় সেটিও শিখতে হবে।তিনি বলেন, বায়তুশ শরফের চমৎকার অবকাঠামো ও শিক্ষার মান রয়েছে। এখানে সব সম্প্রদায়ের লোক এক ছাতার নিছে লেখাপড়া করছে।   এ রকম চমৎকার পরিবেশ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেখতে চাই।

কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  কক্সবাজার-৩ সংসদ সদস্য  সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দে, জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৫ সালের প্রথম দিনেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

  নিজস্ব প্রতিবেদক: বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ...