সর্বশেষ সংবাদ
Home / কৃষি / ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার ।

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার ।

মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। ১৫ জুন বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোভিং সেমিনারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন, বিশেষ অতিথি পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মারুফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানিয়া তাবাসসুম। অনুষ্ঠান জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক, উপজেলা, বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে আধুনিক যুগোপযোগী তথ্য প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয় সেমিনারে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মিঠাপুকুর(রংপুর)  প্রতিনিধি :   “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এই প্রতিপাদ্য ...