সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলা নববর্ষ পালিত

নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলা নববর্ষ পালিত

সঞ্জয় ব্যানার্জীঃ পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ পালিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় পিডিএস ময়দান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিসি স্কয়ারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মাদ শহিদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, বিভিন্ন সাংস্কৃকিত সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সমাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্য, বিভিন্ন বয়সের নারী-পুরুষ, কিশোর-কিশোরী গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য প্রদর্শন করে শোভাযাত্রায় অংশ গ্রহন করে নতুন বছরকে বরণ করেন। এছাড়াও বাউফল, দশমনিা, গলাচিপা, রাঙ্গাবলী, কলাপাড়া, মির্জাগঞ্জ ও দুমকিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখকে বরণ করা হয়েছে।

শোভাযাত্রায় দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানা অনুসঙ্গ তুলে ধরা হয়। পরে ডিসি স্কয়ার মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে তিনদিনের বৈশাখী মেলার উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান শাকিব খান

দৈনিক বর্তমান দেশবাংলা : ঢালিউড সুপারস্টার শাকিব খান আরব আমিরাতের গোল্ডেন ভিসা ...