সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও প্রতিপক্ষের কাছে পাত্তাই পেল না সালমা-জাহানারারা।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০৭ রানে হারে বাংলাদেশ। এবার বাঘিনীদের রানে নয়, ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২৭ ওভারে নেমে আসে। ব্যাট হাতে খারাপ খেলেনি সালমার দল।  ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান জমা করে তারা।  দুই ওপেনার ফারজানা হক (৫২) আর শামীমা সুলতানার (৩৩)  ব্যাটে চড়ে ১৪০ তোলে বাংলাদেশ।উদ্বোধনী জুটির পর আর কেউ-ই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।

নিউজিল্যান্ডের পক্ষে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন অ্যামি স্যাটারদওয়েট। একটি করে উইকেট নিয়েছেন ফ্রান্সের ম্যাকি ও হ্যালি জ্যানসেন।১৪১ রানের তাড়ায় ঝড়ের বেগে রান তুলেন নিউজিল্যান্ডের দুই ব্যাটার।

২০ ওভারে ১৪৪ তুলে ফেলা নিউজিল্যান্ড হেসেখেলে ম্যাচটা জিতে গেল ৯ উইকেটেই।ব্যাট হাতে ওয়ানডাউনে নেমে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন কিউই ব্যাটার সুজি বেটস। ৬৮ বলে ৮টা চারের সাহায্যে ৭৯ রান করেন তিনি।  এরইসঙ্গে নারী বিশ্বকাপে এক হাজার রান হয়ে গেল ডানহাতি এই ব্যাটারের।  ২১ ইনিংসে এ রান জমা করেছেন তিনি। এতে বিশ্বরেকর্ডও হলো তার। তার চেয়ে দ্রুতগতিতে বিশ্বকাপে আর কেউ হাজার রান তুলতে পারেননি।

 

 

দৈনিক/বর্তমান/দেশ বাংলা

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...