সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / এশিয়ান কাপ বাছাই; বাংলাদেশের গ্রুপে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া

এশিয়ান কাপ বাছাই; বাংলাদেশের গ্রুপে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া

এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে বাহরাইন, তুর্কেমিনিস্তান ও মালয়েশিয়া। মালয়েশিয়াতে ৮, ১১ ও ১৪ জুন যথাক্রমে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।

আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। সেখানে অংশ নেবে ২৪টি দেশ।

বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে থাকা ১২টি দেশ সরাসরি এশিয়ান কাপে খেলবে। বাকি ১২টি দলের মধ্যে ১১ টি যাবে জুনের বাছাইপর্ব থেকে। চারটি করে দল ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচটি রানার্সআপ দল পাবে এশিয়ান কাপের টিকিট। অন্য দলটি কাতার।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...