সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / পিএসএল ছেড়ে বাংলাদেশে চলে আসছেন নবী-রশিদরা

পিএসএল ছেড়ে বাংলাদেশে চলে আসছেন নবী-রশিদরা

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন আফগানিস্তানের চারজন ক্রিকেটার। এর মধ্যে রশিদ খান লাহোর কালান্দার্সে, মোহাম্মদ নবী করাচি কিংসে, হজরতউল্লাহ জাজাই পেশোয়ার জালমিতে এবং রহমানউল্লাহ গুরবাজ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন।

তবে তারা আর বেশিদিন পিএসএল খেলতে পারবেন না। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। সেই লক্ষ্যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ১২ ফেব্রুয়ারি থেকে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানরা।

পিএসএলে লিগ পর্বের প্রায় সবগুলো ম্যাচ খেলার কথা ছিল আফগানদের। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় লেগ। কিন্তু কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে তার আগেই বাংলাদেশের বিমান ধরবেন আফগান ক্রিকেটাররা।

একনজরে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ সূচি

২৩ ফেব্রুয়ারি- ১ম ওয়ানডে- বেলা ১১টা চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি- ২য় ওয়ানডে- বেলা ১১টা চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি- ৩য় ওয়ানডে- বেলা ১১টা চট্টগ্রাম
৩ মার্চ- ১ম টি-টোয়েন্টি- দুপুর ৩টা ঢাকা
৫ মার্চ- ২য় টি-টোয়েন্টি- দুপুর ৩টা ঢাকা

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...