সর্বশেষ সংবাদ
Home / শিক্ষা / ঢাবিতে অনলাইনে ক্লাস নিতে পারবে বিভাগগুলো

ঢাবিতে অনলাইনে ক্লাস নিতে পারবে বিভাগগুলো

অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণ ফের উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। মৃত্যুর সংখ্যা কম থাকলেও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে শনাক্তের সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) করোনা পরীক্ষার ল্যাবে গত এক সপ্তাহে অন্তত ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকা শিক্ষার্থীদের অনেকেই জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত বলে জানা গেছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে বলে সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমের বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দেশে করোনার উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে।

জানা গেছে, ঢাবি কর্তৃপক্ষ এখনই ক্যাম্পাস বা আবাসিক হল বন্ধ করার বিষয় ভাবছে না। আপাতত স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা সচল রাখার ওপর গুরুত্ব তাদের।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ একটি গণমাধ্যমকে বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পার

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না:ঢাবি শিবির সেক্রেটারি

  স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল ...