সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / বগুড়াতে বিজয় দিবস পালন হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে

বগুড়াতে বিজয় দিবস পালন হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে

কুমার কনক, বগুড়াঃ আজ মহান বিজয় দিবস। বিজয়ের 49 বছর পূর্ণ হলো আজ।
দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে
পাকিস্তানী বাহিনী যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

বাংলাদেশে এই দিনটি বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর মহান বিজয় দিবস বিশেষভাবে পালিত হয়।১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

এই মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়াতে শহীদ খোকন পৌর উদ্যান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। এবং জাতীয় সংগীতের মাধ্যমে বগুড়া আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।

শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসন , বগুড়া আয়োজনে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান পালন করা হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বগুড়া জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও পরিবেশিত হয় নাচ, গান, আবৃত্তিসহ নানান অনুষ্ঠানের।

কুচকাওয়াজে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ (স্যার), জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূ্ঁইয়া বিপিএম বার (স্যার) এবং বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু (ভাই)।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...