সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / খুলনা বিভাগ / বেনাপোলে ভারতীয় কিশোরীকে স্বদেশে ফেরত

বেনাপোলে ভারতীয় কিশোরীকে স্বদেশে ফেরত

কামাল হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি : বেনাপোলে ভারতীয় কিশোরীকে স্বদেশে ফেরত। অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ পুলিশের হাতে আটক হওয়া মাম্পি দত্ত (১৬) নামে ভারতীয় কিশোরীকে এক বছর পর স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

সোমবার (১ জুলাই) বিকালে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে তুলে দেয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ বলেন, মাম্পি কলকাতার উল্টোডাঙ্গার বটতলা এলাকার মদন দত্তের মেয়ে। প্রেমের সম্পর্কের সূত্রে সে বাংলাদেশে আসে।

এননজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের অনুসন্ধান কর্মকর্তা এবি এম মুহিত হোসেন বলেন, ভালোবাসার সম্পর্ক ধরে সীমান্ত পথে ভারত থেকে খুলনায় এসে এক ছেলের বাসায় অবস্থান করে। বিষয়টি পুলিশ জানতে পেরে ঐ কিশোরীকে আটক করে।

পরে তাকে বাগেরহাট সেফ হোমের আশ্রয়ে রাখা হয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি ও আলোচনা সভা ...