সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / নবীনগরে ড্রেজারের ছিদ্র পাইপের পানিতে ভেঙে যাচ্ছে রাস্তা

নবীনগরে ড্রেজারের ছিদ্র পাইপের পানিতে ভেঙে যাচ্ছে রাস্তা

মোঃ দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে : নবীনগরে ড্রেজারের ছিদ্র পাইপের পানিতে ভেঙে যাচ্ছে রাস্তা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মানিকগর বাজার থেকে শ্যামগ্রাম পর্যন্ত ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের জন্য পাইপ বসিয়ে সরবরাহ করা হচ্ছে বালু। কিন্তুু ড্রেজারের পাইপের ছিদ্র হওয়ার কারনে ভেঙে যাচ্ছ রাস্তা। দুর্ভোগে যানবাহন রাস্তা দিয়ে আসা যাওয়া যাত্রী সাধারণ।

এই ব্যাপারে স্হানীয় জনপ্রতিনিধি ও প্রাশাসনের কোন সুদৃষ্টি নেই ব্যাবস্হা গ্রহণ করছেনা ড্রেজার কর্তৃপক্ষ। মানিকনগর বাজার হতে শ্যামগ্রাম রাস্তাটি দিয়ে সলিমগন্জ স্কুল কলেজ শ্যামগ্রামের দুইটি উচ্চ বিদ্যালয় কলেজ সহ যাতায়ত করে প্রাইমারি স্কুল ও মাদ্রাসার অসংখ্য ছাত্র ছাত্রী সহ সাধারণ জনগন।

চলাচলের সময় পাইপের ছিদ্র দিয়ে পানি পারে ক্ষতি হচ্ছে রাস্তার দুপাশ। অনেক সময় রাস্তাদিয়ে চলাচলের সময় বালু মিশ্রিত পানি পড়ে ছাত্র ছাত্রী সহ পথচারীদের কাপড় নষ্ট হচ্ছে।

তাই এলাকাবাসীর দাবী স্হানীয় জনপ্রতিনিধি গন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এই সমস্যার দ্রুত সমাধান করবেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...