সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / বেনাপোলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৪

বেনাপোলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৪

কামাল হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি : বেনাপোলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৪। যশোরের বেনাপোলের বিভিন্ন ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) রাতে বেনাপোল বাজারের একটি ক্লিনিক থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- জীবননগরের আশতালাপাড়া গ্রামের সৌরভ হোসেনের ছেলে শাহাজাত বেল্লাল (২৯), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (২০), তারানিবাশ পশ্চিম পাড়া এলাকার করিমের ছেলে আলামিন বিশ্বাস (২৬) ও দৌলতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে শীতল হোসেন (২০)। তারা নিজেদের পল্লী টিভি নামে একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক বলে দাবি করেছেন।

বেনাপোলের রজনী ক্লিনিকের ম্যানেজার আরাফাত ইসলাম জানায়, পল্লী টিভির স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে ওই চার যুবক ক্লিনিকে এসে সাংবাদিক পরিচয় দিয়ে দুই লাখ টাকা দাবি করেন। এসময় তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও চাঁদাবাজির কিছু টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...