সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আগামী ২২ জুলাই শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ১৯ জুলাই ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস ইলেভেনের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার কিংস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ক্যারিবীয়দের বিপক্ষে ইতোমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ২২ জুলাই গায়ানাতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এরপর একই ভেন্যুতে ২৫ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায়। এরপর সেইন্ট কিটস অ্যান্ড নেভিসে তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১ আগস্ট। সেইন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুইটি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ৫ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় সকাল ছয়টায় মাঠে নামবে টাইগাররা। ৬ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, এনামুল হক বিজয়, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তামিম ইকবাল।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...