সর্বশেষ সংবাদ
Home / সাহিত্য / ধ্বংসের ধারায় ধাবিত

ধ্বংসের ধারায় ধাবিত

ধ্বংসের ধারায় ধাবিত

মোঃ গোলাম রাব্বানী
বর্ষাইল / নওগাঁ

অবসরে অশেষ অক্লান্তি
গর্বিতের গৌড়ন্নীত গ্লানি;
পন্ডিতের পরিচয়ে পুংক্তি
ভাষার ভাবান্তরে ভুগি;
যেখানে জীবনের জন্য
অপরিসীম অশেষ অধ্যাবসায়;
সেখানেই সু- শীল সমাজের সমারোহ ;
কিছু কুৎসীত কুরটনার
ব্যাক্তি বিশেষের বীরঙ্গনায় ;
অবুঝ অশান্তময়
প্রবীণের প্রহারে;
যুবকের যৌবনের যাপনে
অহেতুক অবাঞ্ছিত ;
ভুলের ভাবনায়
সমাজ সংসারে ;
দেশের দিগন্তে ;
কাঙ্ক্ষিত কল্যাণ কর্ণপাত করে না
তাই তারই তরে;
ধ্বংসের ধারায় ধাবিত
জীবনের জন্য :
মানুষের মনুষত্ব মিলন
অপরিসীম অপরিহার্য!!

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“ব্যর্থ পুরুষ”

ডাঃ বাসুদেব পোদ্দার গাড়ি বাড়ি অর্থ করি নেই বলে আজ ব্যর্থ পুরুষ, ...