সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / কোটা সংস্কার আন্দোলনকারীরা পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে

কোটা সংস্কার আন্দোলনকারীরা পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা । আজ শনিবার দুপুরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালেয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের ক্লাস বর্জন কর্মসূচি চলবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের ওপর নির্যাতন, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর, নির্যাতন ও হল ত্যাগের হুমকি দেয়া হচ্ছে। একটি অতিউৎসাহী, কুচক্রী মহল সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এসব নোংরা ও ঘৃণ্য কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা কবি সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া অনাকাঙিখত ঘটনার জন্য কারণ দর্শানোর নামে নিরাপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার জন্য অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নুর, ফারুক হোসেন প্রমুখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ঢাবিতে ছাত্রশিবিরের আত্মপ্রকাশকে স্বাগত জানালো ছাত্রদল সম্পাদক

  ঢা:বি: প্রতিনিধি: দীর্ঘদিন পরিচয় আত্মগোপনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রকাশ্যে এসেছে ...