সর্বশেষ সংবাদ
Home / শিক্ষা / ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইসরাইলের বিধ্বংসী হামলায় মানবিক বিপর্যয়ের মুখে পড়া ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ফিলিস্তিনের মুসলিমদের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তারা এই আহ্বান জানান। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মানববন্ধনে কয়েকশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ইসরাইল রাষ্ট্র অন্যায় ও অবৈধভাবে ফিলিস্তিনের মুক্তিকামী মুসলমানদের উপর আক্রমণ করছে। বিগত কয়েক বছরে তারা হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করছে। শিশুদেরকেও তারা রেহাই দিচ্ছে না। সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি করছে তারা। এ অবস্থায় সমস্ত মুসলিম বিশ্বের উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। এ সময় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশকেও সাহায্য সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহবান জানান শিক্ষার্থীরা। শুধু মুসলিম হিসেবে নয় বরং একজন মানবতাবোধসম্পন্ন মানুষ হিসেবে তারা মানবন্ধনে দাঁড়িয়েছেন বলেও মন্তব্য করেন।

মানববন্ধনে ঢাবির সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ফিলিস্তিনে দীর্ঘদিন যাবৎ এই সংকট চলছে। তাদের মদদ দিচ্ছে সৌদি আরব। সৌদি আরব ইহুদি, ক্রিস্টানদের সঙ্গে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাশেদ বলেন, জাতিসংঘ একটি খেলাঘরে পরিণত হয়েছে। তারা ফিলিস্তিনের উপর হামলাকারী ইসরাইলিদের কিছুই বলছে না। আন্তর্জাতিক একটি সংস্থা হয়ে তাদের কর্মকাণ্ড এখন প্রশ্নবিদ্ধ। তারা ক্ষমতাধর দেশগুলোকে দালালি করছে। বাংলাদেশকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান জানাই।

ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী আল মামুন বলেন, মুসলমানরা পৃথিবীতে একমাত্র নিষ্পেষিত জাতি। কিন্তু সমস্ত মুসলিম বিশ্বের নেতারা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না। সমগ্র বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহবান জানাই।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের মূকাভিনয় গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন’ মুকাভিনয়ের মাধ্যমে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না:ঢাবি শিবির সেক্রেটারি

  স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল ...