সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / ভারতের কাশ্মিরে নারী সাংবাদিককে সেনাদের ‘চর’ তকমা

ভারতের কাশ্মিরে নারী সাংবাদিককে সেনাদের ‘চর’ তকমা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কাশ্মিরের রক্ষণশীল পরিবারের মেয়ে। কিন্তু সব বাধা ডিঙিয়ে তিনি কাজ করেন পেশাদার চিত্রসাংবাদিক হিসেবে। এ বার তরুণী মাসরাত জাহরার গায়ে সেঁটে দেয়া হলো ‘সেনার চর’-এর তকমা।

শ্রীনগরের এক বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন জাহরা। বছর দু’য়েক হলো উপত্যকায় ‘ফ্রিলান্স’ চিত্রসাংবাদিক হিসেবে কাজ করেন তিনি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্যবহার করে তার ছবি।

সম্প্রতি ফেসবুকে একটি ছবি দেন জাহরা। তাতে দেখা যাচ্ছে একটি সংঘর্ষের সময়ে ক্যামেরা হাতে ছবি তোলার চেষ্টা করছেন তিনি। এর পরে সোশ্যাল মিডিয়ায় কয়েক জন দাবি করে, জাহরা আসলে ভারতীয় সেনাবাহিনীর চর।

জাহরার কথায়, ‘ওরা আমার প্রোফাইল দেখার প্রয়োজন বোধ করেনি। এ বার আমাকে দেখে পাথর ছোড়া হতে পারে। বাড়িতেও হামলা হতে পারে। এমনিতেই কাশ্মিরে আমায় কাজ করতে দেখলে সবাই অবাক হয়ে তাকায়।’

বিষয়টি নিলে জাহরা স্থানীয় চিত্রসাংবাদিক সংগঠনেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তারা জানিয়ে দেয়, ‘ফ্রিলান্সার’কে সাহায্য করা সম্ভব নয়। তবে উপত্যকার কয়েকজন সাংবাদিক তার পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জাহরার হয়ে প্রচার চালাচ্ছেন তারা।

জাহরার কথায়, ‘সাংবাদিক কামরান ইউসুফকে যখন এনআইএ গ্রেপ্তার করে তখন তার পাশে কেউ দাঁড়ায়নি। আমি জানি আমার পাশেও দাঁড়াতে সকলে ভয় পাবে।’ তবে তিনি হাল ছা়ড়তে রাজি নন। তার আশা, সত্য প্রকাশিত হবেই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...