সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের অংশগ্রহন

৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের অংশগ্রহন

নাদিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ আজ ৭’ই মার্চ। বাঙালির মুক্তির সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স ময়দান) জনসভায় লাখ লাখ জনতার উদ্দেশে এক ঐতিহাসিক ভাষণ দিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিন দৃপ্ত কণ্ঠে তিনি উচ্চারণে করেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর তরফ থেকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এবারই প্রথম ৭ মার্চ উদযাপন করতে যাচ্ছে বাঙালি জাতি। দিনটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে আওয়ামী লীগের জনসভা। এ সভায় অংশগ্রহন করেছে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ।

বেলা ১২টার দিকে দলের সকল নেতাকর্মীরা হাইকোর্ট এর সামনে এসে জড় হন। অতঃপর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ময়াজ্জেম হোসেন এর নেতৃত্বে কেন্দ্রিয় ও অন্যান্য কমিটির নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় উপস্থিত হন।

এসময় দলটির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ময়াজ্জেম হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান রেজা, সহ-সভাপতি হারুন অর কবির নিক্সন, সহ-সভাপতি ফারুকুজ্জামান টিপু, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সাধারন সম্পাদক আক্তার হোসেন স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সাইফুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সহ-সম্পাদক আহম্মদ আলী খান, সহ-সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ নুর হোসেন, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মুবিনুল হক, ধর্মীয় সম্পাদক অশোক কুমার।
এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মোঃ আমির হোসেন লিটন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যাত্রাবাড়ী থানা সভাপতি মোঃ শামিম সরদার, সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন অভি প্রমুখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাহাড়ে শান্তি ফেরাতে নতুনধারার আহবান

স্টাফ রিপোর্টার: পাহাড়ে চলমান আন্দোলনকে ঘিরে একের পর অনাকাঙ্খিত ঘটনায় উদ্বেগ প্রকাশ ...