সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / হাকালুকি হাওরে বন্যাদুর্গতদের নিজ পুরস্কারের টাকা দিলেন আইজিপি

হাকালুকি হাওরে বন্যাদুর্গতদের নিজ পুরস্কারের টাকা দিলেন আইজিপি

সিলেট প্রতিনিধিঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চলের মানুষ। সা¤প্রতিক এ বন্যায় শতকারা ৮০, এমনকি ৯০ ভাগ অঞ্চল পানিতে তলিয়ে যায়। এ থেকে ব্যতিক্রম নয় মৌলভীবাজারও।

বিষয়টি সম্প্রতি দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের। যদিও তিনি এর আগে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে গিয়েছেন।

পুলিশ হেডকোয়াটার্সে ছিল বিভিন্ন জেলার পুলিশ প্রধানদের সাথে আইজিপির বৈঠক। এ বৈঠকে তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে তার এলাকার বন্যা সম্পর্কে জানতে চান। এসময় পুলিশ সুপার হাকালুকি হাওরের বিষয়টি অবগত করেন। আইজিপি তাৎক্ষনিক সম্প্রতি তার অর্জন করা সেরা অনুশীলন পুরস্কারের (এক মাসের সমপরিমাণ বেতন) টাকার চেক তুলে দেন পুলিশ সুপারের হাতে।

পুলিশের পক্ষ থেকে বন্যার পর থেকে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও হাকালুকি হাওর এর জন্য আইজিপির এই বিশেষ অনুদান অনেকটা গর্বের সাথে দেখছে মৌলভীবাজার জেলা পুলিশ। এই টাকা প্রাপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আইজিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...