সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / মাধবপুরগ্রামবাসীকে ফাঁসাতে নিজের প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে হত্যা

মাধবপুরগ্রামবাসীকে ফাঁসাতে নিজের প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি: গ্রামবাসীর উপর ক্ষিপ্ত হয়ে তাদের ফাঁসাতে নিজের অনন্যা সন্তানদের সাথে নিয়ে শারিরীক প্রতিবন্ধী সন্তানকে কুপিয়ে হত্যা করেছে পিতা। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পূর্ব মাধবপুরে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলার বিজ্ঞ আমল আদালত ০৬ এ ১। গনি মিয়া পাঠানকে প্রধান আসামী করে মোট ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন করেন নিহত রাষ্টু মিয়া পাঠানের স্থী মারুফা খাতুন।

মামলা সূত্রে জানা যায়, ১নং আসামী গনি মিয়া পাঠানসহ তার পরিবার পরিজনের অনন্যা  আসামীরা অত্যন্ত উগ্র ও উশৃঙ্খল প্রকৃতির। তাদের বিরুদ্ধে খুনের মামলাসহ অনেক মামলা মোকদ্দমা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

৪নং আসামী উজ্জল পাঠান এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান। তারা এতই উশৃঙ্খল যে যখন তখন বিনা কারণে বিনা উস্কানীতে সাধারণ নিরীহ লোকজনকে অশ্লীল গালাগালাজসহ মারধর করতো। আসামীদের বাড়ীর কাছে রয়েছে ফায়ার সার্ভিস রোড।

এ রোড দিয়েই চলাচল করতো পূর্ব মাধবপুর গ্রামসহ সমগ্র গ্রমের লোকজন। আসামীরা প্রায়ই এই রোডে চলাচলরত নিরীহ গ্রামবাসীদের বিভিন্ন অত্যাচার নির্যাতন করতো।

রাষ্টু মিয়া হত্যাকান্ডের ৬মাস পূর্বে এলাকার লোকজন আসামীদের বিরুদ্ধে পূর্ব মাধবপুর গ্রামে থানা পুলিশের উপস্থিতে তাদের অত্যাচার নির্যাতনের বিষয়ে একটি মিটিং করেন।

উক্ত মিটিং-এ মাধবপুর থানা পুলিশ আসামীদেরকে হুশিয়ারি ও সর্তক করে চলে গেলে তারা আরো ক্ষিপ্ত ও উশৃংখল হয়ে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের উপর নির্যাতনের মাত্রা এতটাই বৃদ্ধি করে যে, সাধারণ মানুষ আইন-আদালতের আশ্রয় নিতেও ভয় পেতে শুরু করে।

অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে এলাকার মানুষ অতিষ্ট হয়ে রাষ্টু মিয়া হত্যাকান্ডের সপ্তাহখানেক পূর্বে তাদের বিরুদ্ধে পূর্ব মাধবপুর গ্রামসহ আশেপাশের গ্রাম ̧লোতে মাইকিং করে পূর্ব মাধবপুর, দক্ষিণ বাড়া চান্দুরা, মুরাদপুর, হরিশ্যামা, সুন্দধাদিল ভাটিবাড়ি, কুটানিয়া, বলরামপুর, দিঘীরপাড়-গ্রামসমূহের লোকজন এবং জনপ্রতিনিধিসহ এলাকার মুরুব্বীয়ানদের উপস্থিতে ঘটনার তারিখে অর্থাৎ বিগত ১৪/১০/২০২০ইং তারিখে বিকেলে পূর্ব মাধবপুর সাকিনের হযরত আবু বক্কর (রঃ) জামে মসজিদ প্রাঙ্গনে খোলা জায়গায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিটিং-এ সর্বসম্মতি ক্রমে আসামীদের বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। আমার শশুর বাড়ির লোকজন তথা আসামীগণ মিটিং-এর খবর পাইয়া পূর্ব মাধবপুরের লোকজনের প্রতি আরো মারাত্মক আক্রোশান্বিত হয়ে ঐদিনই সন্ধ্যার পরপর নিজেদের কাউকে খুন করে মিটিংয়ে নেতৃত্বদানকারী সাধারণ লোকজনদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ১নং আসামী গণি মিয়া পাঠান ও ৪নং আসামী উজ্জল পাঠানের নেতৃত্বে সকল আসামীরা বাড়ীর মধ্যের রুমে (যেখানে
নিহত রাষ্টুমিয়া থাকতো) ঢুকে। ঢুকার পরপরই ১নং আসামী গণি মিয়া পাঠানের হুকুমে সবাই দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে।

এ সময় হত্যার শিকার রাষ্টু মিয়ার স্ত্রী মারুফা খাতুন বাধা দিলে তাকেও মেরে ফেলার হুমকি দেয় এবং একটি ঘরে আটকিয়ে রাখে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর লোক দেখানোর জন্য মৃত রাষ্টু মিয়াকে ধরাধরি করে সিএনজিতে উঠিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিকল্পনার পরবর্তী অংশ হিসেবে রাষ্টু মিয়ার সুরতহাল ও ময়না তদন্ত সম্পন্ন করার পর ৪নং আসামী উজ্জল মিয়া পাঠান বাদী হয়ে ১৬/১০/২০২০ইং তারিখে এলাকার ৪৬জন নিরীহ, নিরপরাধ মানুষকে
আসামী শ্রেণীভূক্ত এবং অজ্ঞাতনামা আরও ১০০জন উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার মামলা নং- ২২, জি.আর. মামলা নং- ৩১১/২০২০ইং (মাধবঃ)।

আসামীরা দীর্ঘদিন যাবৎ কখনো প্রলোভন দেখিয়ে আবার কখনো প্রাণে মারার ভয় দেখিয়ে রাষ্টু মিয়ার স্ত্রী মারুফা খাতুনকে তাদের বাড়ীতে আটকিয়ে রাখে।

একটা দীর্ঘ সময় পার হওয়ার পর আসামীরা যখন মারুফা খাতুনের উপর নজরদারি কমিয়ে দেয় তখন মারুফা খাতুন কৌশলে তার পিতার বাড়িতে গিয়ে সবাইকে সকল ঘটনা খুলে বলে।স্বামীর প্রকৃত খুনিদের বিচারের দাবীতে ও ন্যায় বিচারের  স্বার্থে মামলা করেন মারুফা খাতুন।

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবদ্ধী স্বামীর হত্যার বিচার দাবী করেছেন নিহতের স্ত্রী মারুফা খাতুন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণপিটুনিতে সব মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

  নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক গণপিটুনিতে সব নিহতের ঘটনার ...