সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / স্বতন্ত্র প্রার্থীকে আচরণ বিধি লংঘনের অভিযোগে শোকজ

স্বতন্ত্র প্রার্থীকে আচরণ বিধি লংঘনের অভিযোগে শোকজ

সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হককে আচরণ বিধি লংঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নুরে আলম সিদ্দিকী হক কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। তার প্রতীক ঈগল।

শোকজের বিষয়টির সত্যতা নিশ্চিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ হোসাগ হোসেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ শাহিনুর রহমান স্বাক্ষরিত নোটিশটি মঙ্গবার (২৬ ডিসেম্বর) প্রদান করা হয়েছে। নোটিশে উল্লেখ্য করা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, গত ২৫/১২/২০২৩ খ্রিঃ তারিখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজবাড়ী- ২. সংসদীয় আসন নং- ২১০, এর পক্ষে প্রধান নির্বাচনি এজেন্ট জনাব এ.কে. এম শফিকুল মোরশেদ কর্তৃক দাখিলকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানতে পারি আপনি সংসদীয় আসন নং- ২১০ (রাজবাড়ী-২) এর নির্বাচনি এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত ব্যক্তির মাধ্যমে প্রচারনার অংশ হিসেবে আপনার মনোনীত মোঃ হাসিবুল ইসলাম শান্ত, পিতা- মঙ্গল মল্লিক, সাং- বিনোদপুর, থানা- রাজবাড়ী সদর, জেলা, রাজবাড়ী দ্বারা পরিচালিত মিনি পিকভাপে প্রচার প্রচারণাকালে মিনি ট্রাকের উপরে লম্বা বাঁশ বেঁধে মুগী- সাওরাইল রাস্তা দিয়ে প্রচারনাকালে উক্ত বাস্তাব দুইপাশে লম্বা-লম্বি মাটি হতে প্রায় ১০ ফুট উপরে নৌকা প্রার্থীর পোস্টার লাগানো থাকাকালে দড়িসহ ছিড়ে ফেলেন।

যেহেতু পিকআপ পরিচালনাকারী ব্যক্তি আপনার মনোনীত এবং উক্ত মনোনীত ব্যক্তির দ্বারা পরিচালিত পিকআপে লম্বা বাঁশ বেঁধে নৌকা প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলেছেন মর্মে অভিযোগ এসেছে যাহা নির্বাচনি আচরণ বিধিমালা-২০০৮ অনুযায়ী নির্বাচনের ০৩ (তিন) সপ্তাহ পূর্বে আপনার মনোনীত ব্যক্তি কর্তৃক উক্তরূপ কর্ম নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। আপনার মনোনীত ব্যক্তির উত্তরুপ কর্ম আপনার কর্মই হিসেবে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর ৭(২) বিধির পরিপন্থি।

আপনার মনোনীত ব্যক্তির উত্তরুপ কর্ম কেন আপনার কর্ম হিসেবে দিবেচনা করা হবে না এবং কেন নির্বাচনি আচরণ বিধিমালার লংঘন মর্মে গণ্য হবে না সে মর্মে আপনি য-শ্বরীবে উপস্থিত হয়ে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে আগামী ২৮/১২/২০২৩ খ্রিঃ তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময়ে অত্র কমিটি (যুগ্ম জেলা ও দায়রা জয়, ২য় আদালত, বাজবাড়ী) এর কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হলো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হোসাগ হোসেন জানান, আচরণ বিধি লংঘনের অভিযোগে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নরসিংদীর শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৪ উদযাপিত

  মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৪ পালন ...