সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি ও বানিজ্য / সোনালী ব্যাংকের পরিচালক ড. মতিউর রহমান

সোনালী ব্যাংকের পরিচালক ড. মতিউর রহমান

অনলাইন ডেস্ক :  সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে ড. মো. মতিউর রহমানকে নিয়োগ করেছে অর্থ মন্ত্রণালয়। তিন বছরের জন্য সম্প্রতি এ নিয়োগ দেওয়া হয়েছে। ড. মো. মতিউর রহমান কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য।

বরিশাল জেলাধীন মুলাদী উপজেলার কৃতি সন্তান ড. মো. মতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে সম্মান ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রিস্টস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. মো. মতিউর রহমান ভ্যাট ও কাস্টমস বিষয়ে দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধের অপচেষ্টা: শিল্প উপদেষ্টা

  স্টাফ রিপোর্টার: দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধ রাখার অপচেষ্টা হচ্ছে ...