সর্বশেষ সংবাদ
Home / আজকের পত্রিকা / সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী

সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১শে মে। নির্বাচনে  চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী করছেন ৪ প্রার্থী। এরা হলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ওমর(আনারস প্রতীক) উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু(মোটরসাইকেল প্রতীক) এবং উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার(দোয়াত কলম
প্রতীক)।

চার জন প্রার্থী প্রতিদ্বন্দী করা কথা থাকলেও গত কয়েকদিন ধরে প্রচার-প্রচারনায় নেই দুই প্রার্থীর। নির্বাচনে পছন্দেও প্রার্থীকে জিতাতে বর্তমান ও সাবেক সাংসদ, সোনারগাঁওয়ের ১০টি ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যানসহ নির্বাচিত জন প্রতিনিধিরা কাজ করছে আনারস প্রথীকের পক্ষে। উপজেলা জুড়ে আলোচনা চলছে যে, নির্বাচনের এই লড়াই হবে দ্বিমুখী আনারস ও ঘোড়া প্রাতীকের মধ্যে। মাহফুজুর রহমান কালাম এর আগেও তিন বার উপজেলা পরিষদ নির্বাচন করে পরাজিত হয়ে ছিলেন। এনিয়ে ৪ বার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করেন কালাম। তিনি এবার নির্বাচনি বৈতণী পার হতে আটঘাঁট বেধে নেমেছেন
নির্বাচনি মাঠে। শান্তিপূর্ন ভাবেই প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে সকল প্রার্থী ও তাদের সমর্থগন। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা জোরেশোরে প্রচার-প্রচারণা শুরু করেছেন। গ্রামের বিভিন্ন সড়ক ও বাজারে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। উজেলা জুড়ে আলোচনা আছে নির্বাচনের এই লড়াই হবে দ্বিমুখী। কালাম অথবা বাবুল ওমরের মধ্যে একজন হবেন পরবর্তী জেলা পরিষদ চেয়ারম্যান। উপজেলা পরিষদের নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া না হলেও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের বড় একটা অংশ বাবুল ওমরকে সমর্থন দেওয়া হয়েছে। তবে থেমে নেই মাহফুজুর রহমান কালামও। চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দীতা করছেন।

১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলাটি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,৫০৬৬৮ জন। পুরুষ ভোটার ১,৮১৪১৪ জন ও মহিলা ভোটার ১,৬৯২৫৪ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৪২টি ভোট কক্ষ ৯৬২টি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...