সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / সুদানের দারফুরে সংঘর্ষে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে : জাতিসংঘ

সুদানের দারফুরে সংঘর্ষে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে : জাতিসংঘ

জাতিসংঘ মঙ্গলবার (১৪ জুন) জানিয়েছে, সুদানের অশান্ত দারফুর অঞ্চলে আরব ও অ-আরব গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে নিহতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল জেনিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে কোলবাস অঞ্চলে গত ৬ জুন আরব রিজিগাট এবং অ-আরব গিমির উপজাতির মধ্যে সর্বশেষ লড়াই শুরু হয়।

রিজিগাট ও গিমির গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে একটি জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি উপজাতির অন্যান্য সদস্যরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ জুন থেকে ১১ জুনের মধ্যে, সংঘাতের কারণে ১২৫ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।

জাতিসংঘ বলেছে যে, গিমির সম্প্রদায়ের ১০১ জন এবং রিজিগাট এর ২৫ জন নিহত হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...