সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / সিসি বাহিনী ফের নৃশংস উপায় বেছে নিয়েছে: হিউম্যান রাইটস ওয়াচ

সিসি বাহিনী ফের নৃশংস উপায় বেছে নিয়েছে: হিউম্যান রাইটস ওয়াচ

মিসরীয় একনায়ক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অপসারণের দাবিতে বিক্ষোভকারীদের নিরাপত্তা দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি সম্মান দেখাতে মিসরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

শনিবার এক বিবৃতিতে সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক উপপরিচালক মাইকেল পেজ জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে প্রেসিডেন্ট আল-সিসির নিরাপত্তা বাহিনীগুলো ফের নৃশংস উপায় বেছে নিয়েছে।

তিনি বলেন, কর্তৃপক্ষের উচিত এসব স্বীকার করে নেয়া। অতীতের নৃশংসতা যাতে ফের না ঘটে, সেক্ষেত্রে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। তাদের অবশ্যই বুঝতে হবে যে পূর্ববর্তী অত্যাচারের পুনরাবৃত্তি এড়াতে বিশ্ব প্রয়োজনীয় নজরদারি করছে এবং দেখছে।

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যের পরিচালক সারাহ লিহ উইটসন বলেন, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে লোকজন নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন। এটি মিসরের ভয়াবহ পরিস্থিতিকেই তুলে ধরছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি জানায়, দেশজুড়ে কয়েক হাজার লোক বিক্ষোভ করছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ৩৩

  আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র ...