সর্বশেষ সংবাদ
Home / Uncategorized / সিলেটে হযরত শাহপরান (র.) এর মাজারে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
Oplus_0

সিলেটে হযরত শাহপরান (র.) এর মাজারে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

 

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে হযরত শাহপরান (র.) এর মাজারে ওরসে অংশগ্রহণকারীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।

পুলিশ জানায়, হযরত শাহপরান (র.) এর মাজারে ওরস চলছিল। ওরসের শেষদিন গতকাল সোমবার রাতে মাজারে ছিলেন বেশকিছু ভক্ত-অনুসারী। রাত ৩টার দিকে সাধারণ মুসল্লিদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরে আশপাশের এলাকার লোকজন এসে ওরসে অংশগ্রহণকারীদের ধাওয়া দিয়ে মাজার প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দেন। এ সময় আহত হন বেশ কয়েকজন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘পাল্টাপাল্টি হামলা হয়েছে। তবে, এই হামলায় কারা জড়িত, তা নিশ্চিত করা যায়নি। রাতেই পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।’

গত শুক্রবার মাজার সংস্কৃতির নামে ওরসে গান-বাজনা বন্ধের দাবি জানায় ওলামা, মশায়েখ ও স্থানীয় বেশকিছু মুসল্লি। সেদিন তাদের বিক্ষোভের মুখে মাজারে গান-বাজনা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

 

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...