সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / সিলেটের কানাইঘাটে মুখে বিষ ঢেলে শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে মুখে বিষ ঢেলে শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে দেড় মাস বয়সী শিশু নাদিম হত্যা মামলার প্রধান আসামি শিশুটির চাচিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার ভোরে সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তার নারীর নাম সুমনা বেগম। তিনি কানাইঘাটের বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী।

র‌্যাব কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত ২৩ ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে কানাইঘাটের বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহমদের মুখে কিটনাশক ঢেলে দেন সুমনা। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

কানাইঘাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশুটির মা সুমী বেগম বাদী হয়ে সুমনা বেগমকে প্রধান আসামি করে কানাইঘাট থানায় মামলা করেন। গ্রেপ্তার সুমনাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

এই রাজশাহী অফিস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার দায়ে গণপিটুনিতে ...