সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / সাভারে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে সাভার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন- পচা, সোহেল রানা জয়, মুটক শিকদার ও মোমিন সরদার।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, গত ৮ ফেব্রুয়ারি আশুলিয়ার নলাম এলাকায় ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়িতে হামলা করে একদল সশস্ত্র ডাকাত। তারা বাড়ির লোকজনকে মারধর করে অস্ত্রের মুখে এক লক্ষ ৫২ হাজার টাকা, ৮০ ভরি স্বর্ণের গহনা, দুটি মোবাইল ফোন লুট করে। এসময় ওই বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ধাওয়া করে ডাকাত সর্দার মুন্নাকে আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হলে নিহত ডাকাতের মোবাইল ফোন ট্র্যাকিং করে আরেক ডাকাত সর্দার পচাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী যশোর, বাগেরহাট ও গোপালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের ডাকাতি মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। ডাকাতির ঘটনার সাথে জড়িত অপর ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...