সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / সম্প্রচারের অনুমতি ফিরে পেয়েছে দিগন্ত টিভি
Oplus_0

সম্প্রচারের অনুমতি ফিরে পেয়েছে দিগন্ত টিভি

 

নিজস্ব প্রতিনিধিঃ

বেসরকারি টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশনকে আবারও সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এই সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

২০১৩ সালের মে মাসে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ওই সময় তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, দিগন্ত টেলিভিশনসহ দু-একটি টেলিভিশন দায়িত্বশীলতার বদলে ঘটনাকে উসকে দিয়েছে। এসব চ্যানেল বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চরম অপরাধ করেছে।

তাই তথ্য মন্ত্রণালয় বাধ্য হয়ে প্রচলিত আইনে এ ধরনের গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...