সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / সমধারা শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হলেন স. ম. শামসুল আলম

সমধারা শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হলেন স. ম. শামসুল আলম

বিশেষ প্রতিনিধি: ঢাকার ধানমন্ডি ছায়াানটের প্রধান মিলনায়তনে ফেব্রুিয়ারীর শেষ শনিবার সমধারা সাহিত্য পুরস্কার প্রদান করা হয় । এবছর পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যে হরিশংকর জলদাস , কাব্যসাহিত্যে ফরিদ আহমদ দুলাল ও শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম। সমধারা সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ এর সাহিত্য সম্পাদক সালেক নাছির উদ্দিন ২০১৬ সাল থেকে এই সাহিত্য পুরস্কার প্রদান করে আসছেন।

ইতিপূর্বে সমধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি হেলাল হাফিজ, কবি নির্মলেন্দু গুণ, মুহাম্মদ নুরুল হুদা, সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন, আনোয়ারা সৈয়দ হক, রহীম শাহ্, ওমর কায়সার, সরোজ দেব ও মৃনাল বসু চৌধুরী । প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের উত্তরীয়, প্রতিকৃতি ও নগদ অর্থ তুলে দেন দেশের বরেণ্য কবি নির্মলেন্দু গুণ।

এবছর শিশু সাহিত্যে পুরস্কার পেয়েছেন স. ম. শামসুল আলম। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শিকজান গ্রামে জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত তাঁর ৮৬ টি বই প্রকাশিত হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জলবায়ু পরিবর্তনঃ ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি

নিজস্ব প্রতিনিধি: বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ...