সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / শ্রীপুরে প্রতিবাদ সভায় বক্তারা ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, করবেও না’

শ্রীপুরে প্রতিবাদ সভায় বক্তারা ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, করবেও না’

গাজীপুর প্রতিনিধিঃ

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, করবেও না। শান্ত শ্রীপুর যদি অশান্ত করতে চান, চক্রান্ত করে কারো সাথে বিভেদ সৃষ্টি করতে চান, জনগণের জানমালের ক্ষতি করতে চান, সরকারি স্থাপনার ক্ষতি সাধান করতে চান তবে বিএনপি আপনাদের এসব চক্রান্ত শক্ত হাতে প্রতিহত করবে।বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিল শেষে শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে সংক্ষিপ্ত সভায় বক্তারা এসব কথা বলেন।

এর আগে শ্রীপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বেপারী এবং গাজীপুর জেলা কৃষকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতু প্রদক্ষিন করে। হত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবীতে শ্রীপুর পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজনে করে।

শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক শাহজাহান সজলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, দলের উপদেষ্টা অধ্যাপক নজরুল হসলাম সেলিম, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কারী সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক শাহজাহান মোড়ল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবির। উপস্থিত ছিলেন শ্রীপুর শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকির, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, পৌর শ্রমিকদল সভাপতি মিজান মন্ডল, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, পৌর ছাত্রদলের সভাপতি মামুন আকন্দ, জাসাস শ্রীপুর পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, ইজ্জত আলী ফকির, নঈম উদ্দিন ফকির, মাহমুদুল হাসান আলাল, তুহিন বেপারী, ডাঃ মুজাহিদুল কবির, ফজলুল হক, নছ মিয়া, শামীম আহমেদ প্রধান, আনোয়ার হোসেন, রানা আকন্দ, এস এম জসীম উদ্দিন, নিজাম উদ্দিন, মাওলানা কফিল উদ্দিন এবং রাসেল মীরধা প্রমুখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...