সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / শেষ ৩ ম্যাচে সমর্থকদের কিছু দিতে চান সাকিব

শেষ ৩ ম্যাচে সমর্থকদের কিছু দিতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে হারের আগে নানা সমীকরণে হয়তো সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে ছিল বাংলাদেশ। তবে গতকাল (শনিবার) ডাচদের কাছে ৮৭ রানের পরাজয়ের পর আর কোনো সমীকরণ-ই টিকে নেই। টুর্নামেন্টে আরও তিন ম্যাচ বাকি রয়েছে টাইগারদের। যেখানে ভালো করে সমর্থকদের কিছু দেওয়ার প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী ৩১ অক্টোবর একই ভেন্যু বলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ নিয়ে টানা হারের বৃত্তে থাকা অধিনায়ক সাকিবের ভাবনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবার সুযোগ নেই। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের চাঙা রাখতে হবে। আর কোনো উপায় নেই।’

পরবর্তী তিন ম্যাচ থেকে সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে চান সাকিব নিজেও, ‘আমাদের তিন ম্যাচ খেলতেই হবে। যদি আমরা বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।’

তবে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করা কঠিন– সেটিও স্বীকার করলেন সাকিব, ‘সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের। তবে খুবই কঠিন। চেষ্টা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজকের দিনটা যদি ভুলে গিয়ে সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটা করা খুবই কঠিন।’

পাকিস্তানের পর বাংলাদেশের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। প্রথমটি দিল্লি এবং পুনের ম্যাচ দিয়ে বাংলাদেশের হতাশার এক বিশ্বকাপ শেষ হবে। এখন পর্যন্ত ৬ ম্যাচের কেবল একটিতে জিতেছে সাকিবের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারায়, এরপর তারা আর কোনো ম্যাচেই ন্যূনতম লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...