সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / শেরপুরের শ্রীবরদীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান

শেরপুরের শ্রীবরদীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান

 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি:

বৈষম্য দূরীকরণে    মাধ্যমিক  স্তরের  শিক্ষা প্রতিষ্ঠান  জাতীয়করন,  জাতীয়করণের পূর্ব পর্যন্ত  শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং  শিক্ষা সংস্কার কমিশন গঠনের   দাবিতে সারা দেশব্যাপী  একযোগে কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে মানব বন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের  মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারক লিপি পেশ করা হয়েছে । বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – কর্মচারীবৃন্দের আয়োজনে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বেসরকারি  শিক্ষা ব্যবস্থা জাতীয়করন ও বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বৈষম্য দূরীকরণের দাবিতে বক্তব্য রাখেন শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল হালিম,  তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান বাদল, বানিবাইদ এ এ এমপি  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম প্রমূখ।  এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল      আলম তালুকদার,  একাডেমিক সুপার ভাইজার মোশাররফ হোসেন, কাকিলাকুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল মান্নান, ফতেহপুর এস এফ এম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল মান্নান, কাকিলাকুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারিছ, টেঙ্গরপারা উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক গোলাম ফারুকসহ উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক,  সুপার, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ। পরে শিক্ষক নেতৃবৃন্দ বেসরকারি  শিক্ষা ব্যবস্থা জাতীয়করন ও বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বৈষম্য দূরীকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের  মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারক লিপি প্রদান করেছেন।

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি, মোবাইল : ০১৭২০-৩৭৫৪৬৩, তারিখ : ২৪-৯-২০২৪ ইং।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...