সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / শীতে মশার প্রকোপ বাড়ছে, ডেঙ্গুও আছে: মেয়র তাপস

শীতে মশার প্রকোপ বাড়ছে, ডেঙ্গুও আছে: মেয়র তাপস

শীতে মশার প্রকোপ বাড়ছে এবং ডেঙ্গুও আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার পুরান ঢাকার নয়াবাজারে একটি গণশৌচাগারের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে মশক নিধনের ব্যাপারে নতুন করে কোনো পরিকল্পনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, এখন কিউলেক্স মশার প্রকোপ ও মৌসুম চলছে। অথচ ডেঙ্গু মৌসুম শেষ হয়েছে। শুষ্ক মৌসুমে ডেঙ্গু থাকার কথা নয়। এ ছাড়া যাদের ডেঙ্গু হয়েছিল তাদের কিছু স্বাস্থ্যগত জটিলতা আমরা লক্ষ্য করছি। এটা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছে। একই সঙ্গে এ বিষয়ে গবেষণার প্রয়োজনও রয়েছে কেন এ রকম হচ্ছে।

সাংবাদিকদের আরেক এক প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, ওয়াসার কাছ থেকে হস্তান্তরের পর বাৎসরিক সূচি অনুযায়ী জানুয়ারি মাস থেকে আমরা খাল এবং নর্দমার বর্জ্য ও পলি অপসারণ করে চলেছি। যাতে বর্ষা মৌসুমের আগেই সেগুলো পরিষ্কার হয় এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়। এ ছাড়া জিরানি, মাণ্ডা, শ্যামপুর ও কালুনগর খাল নিয়ে প্রধানমন্ত্রী আমাদের যে প্রকল্প পাস করে দিয়েছেন, সে প্রকল্পের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, জিরানি খালের ত্রিমোহনী থেকে আমাদের কাজ শুরু হয়েছে। আমরা এখন পূর্ণরূপে খনন, বর্জ্য অপসারণ ও সীমানা চিহ্নিতকরণ করছি। সীমানা নিশ্চিত করে আমরা সেখানে বেষ্টনী দেবো। এ নিয়ে পরামর্শকরা কাজ করেছেন। সেখানে হাঁটার পথ, সাইকেল চালানোর পথ, গণপরিসর সৃষ্টি, সবুজায়ন করা হবে। যাতে এলাকার জনগণ একটি উপভোগ্য নান্দনিক পরিবেশ পান। আগামী দুই বছর মেয়াদে এই প্রকল্পের শেষ হবে। আমরা আশাবাদী, এতে করে স্থায়ীভাবে খালগুলো দখলমুক্ত হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...