সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / শাহ আবদুল করিমের ৪৭২ গান সংরক্ষিত হলো

শাহ আবদুল করিমের ৪৭২ গান সংরক্ষিত হলো

অনলাইন ডেস্ক : বাংলার হাওর অঞ্চলের গানকে বিশ্বদরবারে নিয়ে গেছেন কিংবদন্তি বাউল সম্রাট শাহ আবদুল করিম। তবে এই বাউল সম্রাটের জীবদ্দশা থেকেই তাঁর গান গেয়ে ও রিমেক করে দেশ-বিদেশে নাম-অর্থ কুড়িয়েছেন অসংখ্য মানুষ।

অবশেষে শাহ আবদুল করিমের লেখা-সুর করা ৪৭২টি গান বাংলাদেশ কপিরাইট বোর্ডে মালিকানা ও কপিরাইট ইস্যুর বিষয়টি সংরক্ষিত হলো। কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা আর সংগীতশিল্পী  জুয়েল মোর্শেদ জু ও সারোয়ার শুভর উদ্যোগে কাজটি সম্পন্ন হলো।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গোপনে বিয়ে সেরেছিলেন সালমান-ঐশ্বরিয়া?

  বিনোদন ডেস্ক: বলিউডে একের পর এক নায়ক বিয়ে করে ফেলছেন। প্রত্যেক ...