সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / .লীগের ষড়যন্ত্র নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি
Oplus_0

.লীগের ষড়যন্ত্র নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি

 

বিডি বাংলা রিপোর্টঃ

তীব্র গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে যাবার পর দলটি দেশে বিশৃঙ্খলা সৃষ্টিসহ গভীর ষড়যন্ত্র ও নানা ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে কঠোর হুঁশিয়ার দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার (১২ আগস্ট) ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

পতিত স্বৈরাচারের লোকেরা দেশের বিভিন্ন জায়গায় আবার খুন ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওরা লোক জড়ো করুক আর যাই করুক এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়।

কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি।’ তিনি বলেন, ‘এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন হয়তো ভুলে যাবে। এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে তাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে। আমরা জানি কে কোথায় আছে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজড করেন। ইলেকশন এলে কনটেস্ট করবেন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন।’

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের ইয়ং জেনারেশন এটা করেছে। দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ। যেটা আপনারা কোনোদিন দিতে পারতেন না। বুকে পেতে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য। তাদের দুঃখ নাই। দে আর অল স্মাইলিং।

এরা যতদিন আছে, আমাদের কথা বাদ দেন, আমরা দৌড় দেব। এরা যতদিন আছে, এরা দৌড়াবে না। দে উইল ফেস ইউ। সো প্লিজ, আমি অনুরোধ করছি। আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলছি, দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন। আর পরাধীন হতে দেবেন না।’

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...