সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / রাজাকারের চেতনা যারা ধারণ করে, তারাও রাজাকার: ওবায়দুল কাদের

রাজাকারের চেতনা যারা ধারণ করে, তারাও রাজাকার: ওবায়দুল কাদের

 

বর্তমান দেশবাংলা ডেস্ক:

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার, রাজাকার’ স্লোগানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতকাল রাতে আন্দোলনের নামে কুৎসিত স্লোগান শুনেছি।

এতদিন যে আশঙ্কা করেছিলাম সেটাই সত্য হলো, কোটা আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন করতে চাচ্ছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এই আন্দোলনে সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল রাতে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিয়ে অস্তিত্বকে আঘাত করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করা হবে না। পরাজিত অপশক্তির আস্ফালণ মেনে নেব না। রাজাকারের চেতনা যারা ধারণ করে, তারাও রাজাকার।

ওবায়দুল কাদের বলেন, যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে নির্বিচারে হত্যা করা হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজাকার পরিচয় দিতে গৌরববোধ করছে। যারা এমনটা করছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলতে লজ্জা লাগে।

তিনি বলেন, যেকোন অপশক্তিকে কঠোরভাবে দমন করা হবে। উচ্চ আদালতের বিচারাধীন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। সড়ক বন্ধ করে সভা সমাবেশ মেনে নিতে পারি না বলেও জানান তিনি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

  সদরুল আইন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ...